বাধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতিয়াতাবাদি দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। আরো বক্তব্য রাখেন, বিএনপির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, ঝালকাঠি জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মাহেব আলম, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজামসহ আরো অনেকে।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লবের সঞ্চালনায়
দোয়া ও ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্বার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। দোয়া শেষে ইফতার বিতরণ করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস
কাঠালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
