নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : মোমিন মেহেদী

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতিতের ফ্যাসিস্টদের মত করে নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে ছাত্র-যুব-জনতার হৃদয়ের স্পন্দন গণমাধ্যম। এই গণমাধ্যমের কারণেই কালে কালে লোভি-বাটপার- স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে।

১৪ মার্চ সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে নতুনধারা ‘গণমাধ্যম হুমকির মুখে আবার : রাজনৈতিক নেতৃবৃন্দেও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে জ্ঞানশূন্য করতে-বিবেকহীন করতে যখনই শেখ মুজিবুর রহমান গণমাধ্যমগুলোকে বন্ধ করেছে, গণমাধ্যমহীন দেশে তাঁর পতন হয়েছে, জীবন নিয়েছে শত্রুপক্ষ; এরপর তাঁর কন্যা যখনই গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করেছে, তখনই গণমাধ্যমহীন দেশে শিক্ষার্থীদের একটা আন্দোলনের মুখে তাকে পালাতে হয়েছে। অতএব, বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকার ও নতুন দলের নেতাকর্মীদের অতিত থেকে শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে ফ্যাসিজম চরম পতন নিশ্চিত করলে ক্ষতিগ্রস্থ শুধু তারাই হবে না, বাংলাদেশের প্রতিটি মানুষও ক্ষতিগ্রস্থ হবে। যা আমােেদর কারোই কাম্য নয়।

সভায় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী মুন্নী আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আল আমিন বৈরাগী প্রমুখ।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »