
ঝিনাইদহের প্রায় ৫০ শতাংশ গ্রামীণ সড়ক কাঁচা
বর্ষায় কাঁদা-পানিতে একাকার,শুষ্ক মৌসুমে ধুলোর যন্ত্রণা ঝিনাইদহ প্রতিনিধি: ‘ছোটবেলায় কাদাপানির মদি বেড়াইচি,এখন বুড়ি হয়ে গেলাম তা-ও সে কাদাপানির মদি-ই আছি। কত চাচা আলো,কত চাচি আলো,কিন্তু কেউ রাস্তাডা পাকা করে দিলো না।’ শৈশব,কৈশর পেরিয়ে জীবন সায়াহ্নে উপনিত হলেও এলাকার সড়কগুলোর উন্নয়ন না দেখে নিজের হতাশার কথা এভাবেই বলছিলেন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা এলাকার রাহেলা বেগম। মহাসড়কে…