ভিয়েনা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পারলেন না সাইফউদ্দিন, বিদেশি ছাড়া রাজশাহীর শ্বাসরুদ্ধকর জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিদেশিবিহীন দল নিয়ে খেলতে নেমে শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। মিরপুরে দুই দলের লো স্কোরিং ম্যাচ উত্তাপ ছড়িয়েছে। রাজশাহীর দেয়া ১২০ রানের লক্ষ্য ছুঁতে ব্যাট করা রংপুরকে শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। কিন্তু সে ওভারে তিন ছক্কা হাঁকিয়েও দলকে জয় এনে দিতে পারেননি সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ২ রানের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজশাহী।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিল রংপুর। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই ৭ উইকেট হারায় দলটি। তবে শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের লড়াইয়ে লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় তারা।

অবশ্য শেষ পর্যন্ত ৩১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানের লড়াকু এক ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি সাইফউদ্দিন। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৭ রানেই থামতে হয় তার দলকে।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪ ওভার বল করে এক মেডেনসহ ১৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক তাসকিন আহমেদ ও মোহর শেখ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীকেও ভুগতে হয়েছে। রংপুরের দুই স্পিনার খুশদিল শাহ এবং রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে আটকে যায় তারা। প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ২৮ রান আসে স্পিনার সানজামুল ইসলামের ব্যাটে।

এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। আর ১০ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে টানা আট জয়ের পর ব্যাক-টু-ব্যাক হারের মুখ দেখা রংপুর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পারলেন না সাইফউদ্দিন, বিদেশি ছাড়া রাজশাহীর শ্বাসরুদ্ধকর জয়

আপডেটের সময় ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক: বিদেশিবিহীন দল নিয়ে খেলতে নেমে শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। মিরপুরে দুই দলের লো স্কোরিং ম্যাচ উত্তাপ ছড়িয়েছে। রাজশাহীর দেয়া ১২০ রানের লক্ষ্য ছুঁতে ব্যাট করা রংপুরকে শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। কিন্তু সে ওভারে তিন ছক্কা হাঁকিয়েও দলকে জয় এনে দিতে পারেননি সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ২ রানের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজশাহী।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিল রংপুর। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই ৭ উইকেট হারায় দলটি। তবে শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের লড়াইয়ে লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় তারা।

অবশ্য শেষ পর্যন্ত ৩১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানের লড়াকু এক ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি সাইফউদ্দিন। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৭ রানেই থামতে হয় তার দলকে।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪ ওভার বল করে এক মেডেনসহ ১৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক তাসকিন আহমেদ ও মোহর শেখ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীকেও ভুগতে হয়েছে। রংপুরের দুই স্পিনার খুশদিল শাহ এবং রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে আটকে যায় তারা। প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ২৮ রান আসে স্পিনার সানজামুল ইসলামের ব্যাটে।

এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। আর ১০ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে টানা আট জয়ের পর ব্যাক-টু-ব্যাক হারের মুখ দেখা রংপুর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল