শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারাতে শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান, হাতে ৩ উইকেট। জাহানদাদ খানের করা ২০তম ওভারের প্রথম দুই বলেই চার-ছক্কায় ১০ রান তুলে নিয়ে কাজটি সহজ করে আনেন অভিষিক্ত তিনোতেন্দা মাপোসা। তৃতীয় বলে ১ রান নেওয়ার পর চতুর্থ বলে জিম্বাবুয়ে উইকেট হারালে জমে ওঠে ম্যাচ। তবে পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে জিম্বাবুয়েকে জয়ের বন্দরে পৌঁছে দেন দশ নম্বরে নামা রিচার্ড নাগারাভা। ১ বল হাতে রেখেই পাকিস্তানের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য অতিক্রম করে রোডেশিয়ানরা।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছিল জিম্বাবুয়ে। বুলাওয়েতে শেষ ম্যাচটি ২ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়াল স্বাগতিকরা। ৯ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন সুফিয়ান মুকিম। আর এই ম্যাচে ৩৫ বলে ৪৩ রান করে ম্যাচসেরা হয়েছেন ব্রায়ান বেনেট। টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয় ম্যাচ হারল পাকিস্তান। এর আগে ২০২১ ও ২০২২ সালে একটি করে ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ের দুই ওপেনার বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। মাত্র ৩ ওভার ২ বলে ৪০ রান যোগ করে দলটি। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়েই ৫৬ রান করে স্বাগতিকরা। অর্থাৎ, শেষ ৮৪ বলে ৯ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের দরকার ছিল মাত্র ৭৭ রান। তবে মাঝের ব্যাটারদের ব্যর্থতায় রানই কঠিন হয়ে ওঠে রোডেশিয়ানদের জন্য।

৭৩ রান পর্যন্ত মাত্র ১ উইকেট হারানো জিম্বাবুয়ে একশ রানের আগেই হারায় ৫ উইকেট। এই সময়ে ফিরে যান বেনেট, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে ও রায়ান বার্ল। এক শ রান করতে দলটিকে খেলতে হয় ৯৯ বল। অর্থাৎ, শেষ ২১ বলে জয়ের জন্য করতে হতো ৩৩ রান। ১৯তম ওভারে ৯ ও শেষ ওভারে ১২ রান নেওয়ায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। ২০ বলে ১৯ রান করে আউট হয়েছেন দলটির অধিনায়ক সিকান্দার রাজা। ৪ বলে ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন মাপোসা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারানো দলটি ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে করে ১৩২ রান। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক সালমান। এছাড়া ২০ রানের বেশি ইনিংস খেলেছেন তৈয়ব তাহির, কাসিম আকরাম ও আরাফাত মিনহাস।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »