
ঝালকাঠিতে সম্প্রসারিত হচ্ছে উচ্চ ফলনশীল ও অধিক রোগ প্রতিরোধ সম্পন্ন নতুন জাতের বারি বেগুন-১২
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে উচ্চ ফলনশীল ও অধিকরোগ প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন নতুন জাতের বারি বেগুন-১২। ঝালকাঠি সদর উপজেলায় এই ফসল সম্প্রসাণের লক্ষে কৃষকদের মধ্যে বাছাই করে বারি বেগুন- ১২ এর প্রদর্শণী দেয়া হচ্ছে। এই প্রদর্শণী চাষীদের এই জাতের বেগুন চারা ও জৈব সার দেয়া হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে এই বেগুন জাতটি লবনাক্ত…