
ÖVP প্রধান কার্ল নেহামারের FPÖ এর সাথে কোয়ালিশন সরকার গঠন না করার ঘোষণা
নেহামারের সরাসরি না ঘোষণার পর অস্ট্রিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী সরকার গঠিত হতে যাচ্ছে তিন-দলীয় কোয়ালিশন সরকার ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) চেয়ারম্যান ও চ্যান্সেলর কার্ল নেহামার এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ান ফ্রিডম পার্টির সাথে সরকার গঠনের কথা সরাসরি না করেন। অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,সংবাদ সম্মেলনের পূর্বে নেহামার…