ভিয়েনা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউক্রেন ও যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধবিমান চুরির চেষ্টার অভিযোগ কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে আগুন, এক যাত্রীর মৃত্যু টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল শহর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বােধন রাহেলা জাকির টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক দল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

চু‌রি হওয়া ট্রাক‌বোঝাই রড টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গোডাউন থে‌কে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধি: নারায়নগঞ্জ থে‌কে চু‌রি হওয়া ট্রাকবোঝাই রড টাঙ্গাইলের ভুঞাপুর থে‌কে উদ্ধার পু‌লিশ। ত‌বে খবর পে‌য়ে চু‌রির রড কেনা ডিলার আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছে, প‌রে তার গোডাউন থে‌কে রড ও ট্রাক উদ্ধার করা হয়।
বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় ট্রাক‌বোঝাই রড উদ্ধার করা হয় উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজা‌রের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে যায়। এছাড়া ট্রাকের চালকও পা‌লি‌য়ে‌ছে।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়নগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার সালাম স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক মো. হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর ট্রাক ভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ওই দিন নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে প্রতিষ্ঠানটি।
সালাম স্টীল মিলস্ এর জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলেন, ১৮ তারিখ রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরবর্তীতে চালক, ট্রাক ও রডের কোন খবর পাওয়া যায় না। পরে থানায় একটি অভিযোগ করি। পরে ১৯ তারিখ ওই ট্রাকে থাকা একজন হেলপার অফিসে এসে জানায় রড গুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও আছে সেখানে। পরে আমরা থানার পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রড উদ্ধার করা হয়। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যায়।
সোনারগাঁও থানার এসআই সাদ্দাম বলেন,  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। গোপন সংবা‌দে জান‌তে পা‌রি রড ও ট্রাকটি কোথায় হ‌দিস। পরে চোর চক্রের মূলহোতা মের্সাস করিম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দ‌ুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় করিম পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ইউক্রেন ও যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধবিমান চুরির চেষ্টার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চু‌রি হওয়া ট্রাক‌বোঝাই রড টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গোডাউন থে‌কে উদ্ধার

আপডেটের সময় ১০:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইল প্রতিনিধি: নারায়নগঞ্জ থে‌কে চু‌রি হওয়া ট্রাকবোঝাই রড টাঙ্গাইলের ভুঞাপুর থে‌কে উদ্ধার পু‌লিশ। ত‌বে খবর পে‌য়ে চু‌রির রড কেনা ডিলার আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছে, প‌রে তার গোডাউন থে‌কে রড ও ট্রাক উদ্ধার করা হয়।
বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় ট্রাক‌বোঝাই রড উদ্ধার করা হয় উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজা‌রের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে যায়। এছাড়া ট্রাকের চালকও পা‌লি‌য়ে‌ছে।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়নগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার সালাম স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক মো. হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর ট্রাক ভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ওই দিন নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ করে প্রতিষ্ঠানটি।
সালাম স্টীল মিলস্ এর জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলেন, ১৮ তারিখ রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরবর্তীতে চালক, ট্রাক ও রডের কোন খবর পাওয়া যায় না। পরে থানায় একটি অভিযোগ করি। পরে ১৯ তারিখ ওই ট্রাকে থাকা একজন হেলপার অফিসে এসে জানায় রড গুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও আছে সেখানে। পরে আমরা থানার পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রড উদ্ধার করা হয়। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যায়।
সোনারগাঁও থানার এসআই সাদ্দাম বলেন,  অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। গোপন সংবা‌দে জান‌তে পা‌রি রড ও ট্রাকটি কোথায় হ‌দিস। পরে চোর চক্রের মূলহোতা মের্সাস করিম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দ‌ুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় করিম পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস