ঝালকাঠিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি সপ্তাহে উপজেলা ভিত্তিক পর্যালোচনা সভা করা হচ্ছে 

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশের একাংশের বন্যা কবলিত হওয়ায় অন্যান্য অঞ্চলে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগ পর্যালোচনাভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পনা সভা করে যাচ্ছে।

ঝালকাঠি জেলায় এবছর ৪৬ হাজার ৭৫০ হেক্টরে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত ৪০ হাজার ৪০০ হেক্টরে জমিতে আমন আবাদের বীজ রোপন করা হয়েছে। অবশিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতি সপ্তাহেই জেলার ৪টি উপজেলা কৃষি কর্মকর্তারা উপজেলা ভিত্তিক উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে মাঠের হাল চাল ও চালচিত্র বিবেচনা করে করনীয় বিষয় এই সকল পরিকল্পনা সভায় নির্ধারণ করে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। একই সাথে কিছু কিছু এলাকায় বীজ সংকট থাকলেও আশেপাশের অঞ্চল থেকেও সহজভাবে বীজ সংরক্ষণ করে আবাদ লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা নিয়েছেন।

মঙ্গলবার ঝালকাঠি সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই ধরণের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সভায় আমন আবাদের রোগ-বালাই ও তার প্রতিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের সাথে থেকে সমস্যা সমধানে সকল ধরণের সহযোগিতা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ জানান, ঝালকাঠি সদর উপজেলায় এবছর ১২ হাজার ৪২ হেক্টরে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত ১০ হাজার ৩৪০ হেক্টরে বীজ রোপন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট লক্ষ্যমাত্রার ১৪% আমন আবাদ অর্জন করে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করাই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, জেলায় ৪৬ হাজার ৭৫০ হেক্টর লক্ষ্যমাত্রার মধ্যে ৪০ হাজার ৪০০ হেক্টরে ইতিমধ্যেই আমন বীজতলা রোপন সম্পন্ন হয়েছে।

জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ও পানির কারণে কৃষকের অনেক বীজতলা পচে নষ্ট হয়ে গেছে তবে প্রতিবছরই এই পরিস্থিতিকে মাথায় রেখেই কৃষকদের মাধ্যমে অতিরিক্ত বীজতলা করা হয়ে থাকে। সেকারণেই জেলার মধ্যে বিভিন্ন এলাকা থেকে সমন্বয়ের মাধ্যমে বীজ সংগ্রহ করে কৃষকদের কাছে পৌছে দেয়া হচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন, জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা শতভাগই অর্জন করা হবে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »