ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আপনাদের সকলকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট লালমোহন তজুমদ্দিন গড়ে তোলা হবে।
বাজারের এলাকায় রাস্তাঘাটে যত্রতত্র দোকানপাট গড়ে তোলা যাবে না। মূল সড়কের দু’ধারে কোন ধরনের ফুটপাতে অবৈধ স্থাপনা থাকবেনা। ফুটপাত ব্যবসায়ীদের জন্য আমি ইতিপূর্বেই আলাদা স্থান নির্ধারণ করে দিয়েছি।
১৬ জুলাই মঙ্গলবার সকালে লালমোহন পৌর শহরে অবস্থিত বাজার এলাকা আকস্মিক পরিদর্শন কালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এএসব কথা বলেন।
এসময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম ইসলাম/ইবিটাইমস