রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের

ইবিটাইমস, ঢাকা: দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।

রবিবার (১৪ জলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের পর বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সামরিক প্রেস সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন প্রণয়ন করতে হবে।আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি, সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসরদের জন্য ৫ শতাংশ কোটা রেখে সংবিধান অনুসারে সংসদে আইন প্রণয়ন করতে হবে। আশা করি মহামান্য রাষ্ট্রপতি আইন প্রণয়ন করতে জরুরি পদক্ষেপ নিবেন।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘এক দফা দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধিবেশন ডাকার দাবি জানিয়েছি। আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আজকে আমাদের থামানো যায়নি। আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাচ্ছি না। আমরা চাই দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এরপর আমরা সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’

এছাড়া ২৪ ঘণ্টা বাড়ানো হলো মামলা সরিয়ে নেওয়ার জন্য, না হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে সবাইকে জবাবদিহি করতে বাধ্য করব বলেও জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।

এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একইসঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ গণপদযাত্রায় অংশ নিয়েছেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »