
হবিগঞ্জের চুনারুঘাটে ৪টি চা বাগানের শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভসমাবেশ
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে ৪টি চা বাগানের শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ করেছে বিক্ষুব্ধরা। চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি করছে । তারা আগামী সোমবারের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর পালন করা হবে। আজ শনিবার দুপুরে আমু চা বাগানে বিক্ষোভে অংশ নেয় আমু, নালুয়া, চন্ডি, চাকলাপুঞ্জি চা বাগানের কয়েকশত চা শ্রমিক। এতে সভাপতিত্ব করেন ধনেশ্বর ব্যুানার্জি।…