পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, হাতুড়ি, দা সহ দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিম হসান খান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার (২৯ মার্চ) রাতে শহরে তান্ডব চালনোর অভিযোগ তাদের গ্রেফতার করা হয়। পৃথক এ ঘটনায় অর্ধশত কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো- জেলার পৌর শহরের রাজারহাট এলাকার শফিকুল ইসলাম চুন্নুর ছেলে রাতুল ইসলাম তুর্যা (২০), একই এলাকার দিলীপ মৃধার ছেলে দিবা মৃধা (২০) ও স্বপন দত্তের ছেলে শান্ত দত্ত (১৯)। আটককৃত ওই ৩ জন সহ অজ্ঞাত ৪-৫ জনের নামে আটকের রেখে মুক্তিপন ও চাঁদা দাবীর অভিযোগ মামলা দায়ের হয়েছে। এ ছাড়া হামলা ও মারধরের অভিযোগে দেশীয় অস্ত্র সহ আটককৃতরা হলো- জেলার পৌর সভার শিকারপুরের রিপন হাওলাদারের ছেলে মো. লিমন হাওলাদার (১৫), শেখপাড়ার জাহিদ গাজীর ছেলে জিসান গাজী (১৭), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. হামজা এস্কান্দার (১৪), শাহ নেওয়াজ বিশ^াসের ছেলে মো. রিফাত মাহমুদ (১৭) ও মো. মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার রাতুল (১৮), উকিলপাড়ার পলাশ রায়ের ছেলে সয়ন রায় (১৬), শহরের শিক্ষা অফিস সড়কের নজরুল ইসলাম শেখের ছেলে জাকারিয়া শেখ (১৬), সদর উপজেলার শারিকতলা গ্রামের বাচ্চু শেখের ছেলে শামীম শেখ (১৬), একই এলাকার শহি নেওয়াজ বিশ^াসের ছেলে মো. রিফাত মাহমুদ (১৭), হরিনা গাজীপুর এলকার সামসুল হক মৃধার ছেলে কাওসার মৃধা (১৮),জেলার ইন্দুরকানী উপজেলার দোশাবুনিয়া গ্রামের বারেক ডাক্তারের ছেলে বাকিদ ইসলাম (১৭), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে মো. সাকিব হাওলাদার (১৬), একই উপজেলার চাপড়াখালী গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (১৮), সদর উপজেলার ভাইজোড়া গ্রামের কালাম জোমাদ্দারের ছেলে মো. মুন্না জোমাদ্দার (১৮), এসাহাক আলী শেখের ছেলে মো. মফিজুল ইসলাম (৩০) ও কালাম খানের ছেলে মো আমিরুল খান (২০)।
দায়ের হওয়া পৃথক দুটি মামলা ও জেলা পুলিশের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, অভিযুক্ত লিমন হাওলাদার ও তার দলের ৪০-৪৫ জন গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের কষ্ণ চুড়া মোড় এলাকায় বসে শহরের ধুপপাশা এলাকার জামাল খানের ছেলে ও স্কুল ছাত্র মো. সিরাজ খান (১৫) কে বেধম মারধর করে। এ সময় সেখানে পুলিশ গিয়ে বাধা দিলে তাদের উপরও হামলা চালায়।
এ ছাড়া অন্য একটি অভিযোগে আটককৃত রাতুল ইসলাম তুর্যা সহ আটক ৩ জন সহ ৭-৮ জনে গত শুক্রবার দুপুরে শহরের রাজারহাটের বলেশ^র নদীর পাড় এলাকায় এক তরুন ও তরুনীকে ঘুরতে গেলে তাদের আটকে রেখে মুক্তিপন ও চাঁদা দাবী করে।
পুলিশ জানান, এর আগেও আটককৃত দিবা মৃধার বিরুদ্ধে বিভিন্ন তরুনীদের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা নেয়ার একাধীক অভিযোগ রয়েছে। সে কম্পিউটার বিজ্ঞানে বেসরকারী একটি বিশ^বিদ্যালয়ের ছাত্র হওয়ায় আইসিটিতে পারদর্শী। তাই দীর্ঘ দিন ধরে এমন কাজের সাথে জড়িত থাকার একাধীক অভিযোগ রয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, আটককৃতদের ঘটনা স্থলে অপরাধ সংঘটিত কালে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস