ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা শহরে ব্যস্ততম পূর্ব চাদকাঠি চৌমাথা সময়োপযোগী আধুনিকতার ছোঁয়া নিয়ে নিউ ল্যাব এইড মেডিকেল সার্ভিস এর গত শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। প্রফেসর ডাঃ অসিম কুমার সাহার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল শরিফ, ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মানিক রায় অতিথি ছিলেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্যসহ চিকিৎসক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। এই ল্যাব এইড মেডিকেল সার্ভিসে উন্নতমানের আধুনিক মেশিন সংযোজন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ কম সহনীয় পর্যায়ে রাখার দাবী করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস