পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন চেয়ারম্যনের হাতে উপজেলা প্রকৌশলী লাঞ্চিত হওয়ার ঘটনায় কর্ম বিরতি পালন করেছে উপজেলা প্রকৌশলী বিভাগ। বুধবার (২৭ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৮ মার্চ) সহ অনির্দিষ্ট সময়ের জন্য ওই কর্ম বিরতি চলছে।
জানা গেছে, গত সোমবার (২৫ মার্চ) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ঠিকাদার কামরুজ্জামান তালুকদার শাওন উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে তার একটি ঠিকাদারি প্রকল্পের বিল ছাড় করার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু ওই প্রকল্পের কাজে ব্যাপকভাবে অনিয়ম হওয়ার অভিযোগে উপজেলা প্রকৌশলী বিল ছাড় দিতে অস্বীকার করেন । তিনি সঠিক ভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করতে বলায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্চিত করেন। এ ঘটনায় চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন এর দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে উপজেলা প্রকৌশলী বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেন।
সরেজমিন গেলে দেখা যায়, উপজেলা প্রকৌশলী বিভাগের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অফিসেই উপস্থিত রয়েছেন। তবে তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেখান থেকে কাউকে কোন সেবা প্রদান করা হচ্ছে না।
অভিযুক্ত ঠিকাদার ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন জানান,উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনের কাছে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর কাজ সম্পূর্ণ করে বিল ছাড় দিতে চাওয়া হয়। এ সময় তিনি খরচের কথা বলে ঘুষ দাবি করেন। পরে ঘুষ দিতে অস্বিকার করায় উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। তাকে কোন লাঞ্চিত করা হয় নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের টেন্ডারের মাধ্যেমে কাজ পান। সেই কাজ গুলো নি¤œ মানের হওয়ায় তার বিল ছাড় করি নাই। আমি কামরুজ্জামান শাওনকে স্টীমেট অনুযায়ী কাজ করে দিতে বলায় চেয়ারম্যান আমার অফিস কক্ষে এসে অপমানিত ও লাি ত করেন। এর বিচার না হওয়া পর্যন্ত অফিসের সকল কর্মচারীদের অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী বলেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন লাঞ্চিত করার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস