শশীভূষণে আগুনে ওষুধের দোকানসহ তিন ঘর পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে একটি ওষুধের দোকানসহ দুইটি  ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বসতঘর। এতে অন্তত কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এঘটনায় ঔষধ ব্যবসায়ী মাহাবুব আলম খান জানিয়েছে আমার শক্র পক্ষ দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।

২৭ মার্চ, বুধবার সকাল ১০ টায় দিকে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারের পশ্চিম গলিতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বুধবার সকালে শশীভূষণ বাজারের পশ্চিম গলিতে মাহাবুব আলম খানের খাঁন মেডিকেল হল-১ নামের ঔষধের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে স্থানীয়রাসহ ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে খান মেডিকেল হল-১, নন ওভেন টিসু ব্যাগ গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে ও মনির হোসেন নামের একজনের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুব আলম খান জানান, আমার আপন ছোট ভাই আলম খান তাস-জুয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে মোটা অংকে ঋণগ্রস্ত হয়ে গেছেন। বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবি করে আসছে। কিছুদিন আগে ৪ লাখ টাকা দিয়েছি। পরবর্তীতে আবার টাকা চাইছিল টাকা দিতে অস্বীকার করলে সে দোকানে আগুন দেওয়ার হুমকি দিয়েছে। ঘটনার আগে আলম সেখানে ছিল এবং আগুন দিয়ে চলে গেছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, স্থানীয়দর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু.এনামুল হক জানান, আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিভিন্ন ধরনের কথা শুনছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »