লালমোহনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২৫ মার্চ ২০২৪) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসনে প্রমূখ।

আলোচনায়  বক্তরা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙ্গালী জাতীর জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে।আন্দোলনরত বাঙ্গালীদের কন্ঠ চিরতরে বন্ধ করে দেয়ার জন্য ওই রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরিহ ঘুমন্ত বাঙ্গালীর উপর অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে। অপারেশন সার্চলাইট ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। সেই থেকে আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, এলজিইডি প্রকৌশলী রাজিব সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়াসহ আরও অনেকে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »