“ইয়ং মুসলিম অরগানাইজেশান” এবং “জুনিয়র মুসলিম সার্কেল” এর আয়োজনে ভিয়েনাস্থ বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক যুবকদের উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৪ শে মার্চ) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের একটি অডিটোরিয়ামে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের সংগঠন “ইয়ং মুসলিম অরগানাইজেশান (YMO) এবং “জুনিয়র মুসলিম সার্কেলের (JMC) আয়োজনে ভিয়েনায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক যুবকদের উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রেজাউল মুহাম্মাদের উপস্থাপনায় মাহফিলের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটির তরুণ হাফেজ শাবাব আলম।
অনুষ্ঠানে রমজানের শিক্ষা ও তাৎপর্য বিষয়ে যুবকদের করণীয় সম্পর্কে আলোচনা রাখেন অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের সেক্রেটারী আবু সাঈদ, শায়খ সাঈদুর রহমান আল আজহারী ও শায়খ আব্দুস সাত্তার।
এছাড়াও অনুষ্ঠানে উক্ত সংগঠন দুইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ইব্রাহিম চৌধুরী, শরীফ উদ্দীন শুভ, তামিম বিন হারুন ও মুনতাসির খান। দোয়া মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির জাহাঙ্গীর আলমের ছেলে শাবাব আলম সম্প্রতি কুরআন হেফজ শেষ করায় তাকে অভিনন্দন জানিয়ে জুব্বা, টুপি ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।
তরুণদের মাঝে আরও উপস্থিত ছিলেন ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) তরুণ রাজনীতিবিদ ও কাউন্সিলর সফট ওয়ার ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান নয়ন।
পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়। ইফতারে প্রত্যেককে বিশেষ ইফতার প্যাকেট গিফট ও রকমারী রেসিপির মাধ্যমে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস