ঝালকাঠিতে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫৪ হাজার ৫৭৬জন 

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠি জেলায় ন্যায্য মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৫৪ হাজার ৫৭৬জন। চলতি মার্চ মাসে এই সময় রমযান থাকলেও  এখন পর্যন্ত টিসিবি পণ্য বিতরণের প্রক্রিয়া শুরু হয়নি।

বর্তমান মাসে পূর্বের ধারাবাহিকতায় প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী পরিবার ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি ডাল, ৫ কেজি চাল এবং  রমজান থাকায় ১ কেজি করে ছোলা বুট বিক্রি করবে। বড় বড় শহর এলাকায় সুবিধাভোগীরা এই আইটেমের বাহিরে চিনি ও খেজুর বিক্রির করা হচ্ছে। ৩০ টাকা কেজি দরে চাল, ৬০ টাকা কেজি দরে ডাল, ১০০ টাকা লিটার দরে সয়াবিন তৈল ও ৭০ টাকা কেজি দরে  ছোলা বুট বিক্রি করা হচ্ছে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় শতাধিক ডিলার ধারাবাহিকভাবে ট্রাকে করে ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র এলাকায় নিয়ে কার্ডধারী সুবিধাভোগীদের কাছে বিক্রি করছে। ঝালকাঠি সদর উপজেলায় ১৫ হাজার ৮০৮পরিবার, নলছিটি উপজেলা ২১ হাজার ৭৬৫টি পরিবার, রাজাপুর উপজেলায় ৯ হাজার ৫৪৮টি পরিবার এবং কাঠালিয়ায় ৭ হাজার ৪৫৫জন সুবিধাভোগী রয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »