ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে বিডিএসএফ এবং তাকরীমুল মায়্যিত অস্ট্রিয়ার উদ্যোগে এক দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া পরিচালনা করেন শায়খ সাইদুর রহমান আজহারী।নবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন আজহারী।
আরো উপস্থিত ছিলেন বিডিএসএফ এবং তাকরীমুল মায়্যিত এর সভাপতি জনাব হেলাল উদ্দিন, সহ-সভাপতি জনাব মাসুদুর রহমান, বিডিএসএফ এর সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন, তাকরীমুল মায়্যিত এর সাধারণ সম্পাদক জনাব দ্বীন ইসলাম, বিডিএসএফ এর উপদেষ্টা খন্দকার শাহরিয়ার শাহেদ, সেলিম রহমান, বিডিএসএফ এর ক্রিয়া সম্পাদক আজিম উদ্দিন সরকার, কোষাধ্যক্ষ ফাইজুল হক, বিডিএস এফ এর সদস্য মোহাম্মদ শামীম,জাকারিয়া সাইমুম, জাহাঙ্গীর আলম , খান আজাদ হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিএসএফ (BDSF) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়রদের স্পোর্টস সংগঠন। সংগঠনটি খেলাধূলা ছাড়াও কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখছে। আর তাকরীমুল মায়্যিত অস্ট্রিয়া হলো,কমিউনিটির সংগঠনের কোন সদস্য মারা গেলে তার ইসলামিক রীতিনীতি অনুযায়ী দাফনের ব্যবস্থাসহ যাবতীয় খরচ বহন করা।
মাগরিব নামাজের পর বায়তুল মামুর মসজিদ ১০ এ আগত মুসল্লিদের সংগঠন দুইটির পক্ষ থেকে ইফতার রাতের খাবারে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস