ভিয়েনায় ইফতার মাহফিলে গাজার মানবিক সঙ্কট নিরসনে বিশ্ব নেতৃবৃন্দকে উদ্যোগ নেওয়ার আহ্বান

ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) একটি গুরুত্বপূর্ণ সংস্থা “এশিয়ান ইসলামিক কমিউনিটির” উদ্যোগে এক ইফতার মাহফিলে এ আহবান জানানো হয়

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২২ মার্চ) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের অভিজাত তুর্কিশ এটাপ সেন্টারে এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভূত ও ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন আফগান তরুণ মতিন পানচিরি।

ইফতার অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমাম হাফেজ আবু মুসা। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি হাসিম মোহাম্মেদ ছাড়াও বিশেষ অতিথি ইসলামিক রিলিজিয়াস অথরিটি অস্ট্রিয়ার (IGGÖ) প্রেসিডেন্ট উমিত ভুরাল। আরও
বক্তব্য রাখেন অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধীদল SPÖ এর সংসদ সদস্য ও ভিয়েনার মেয়র ড. মিখায়েল লুডভিগের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ওমর আল রাবী
(SPÖ) ও সংসদ সদস্য মুনা দুজদার।

বক্তারা বর্তমানে গাজার মানবিক সঙ্কট নিরসনে বিশ্ব নেতৃবৃন্দকে আরও দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন যে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি একটি ট্র্যাজেডি,  সংঘাতটি  একটি দুঃখজনক চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই বছরের পুরো রমজানে আমাদের হতাশাগ্রস্ত করছে।  সংসদ সদস্য  মুনা দুজদার উল্লেখ করেছেন, যে যুদ্ধবিরতি বাতিল করা হয়েছে তা বোধগম্য নয়। তারা  শান্তির জন্য এবং ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের জন্য আওয়াজ তুলতে আবেদন করেছিলেন।

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন IGGÖ ভাইস প্রেসিডেন্ট জনাব এস্রেফ চাকমাক, প্রফেসর আদিস কান্দিস,  অস্ট্রিয়ার ন্যাশনাল পার্লামেন্ট মেম্বার ও প্রাক্তন কেবিনেট মিনিস্টার মুনা দুজদার,ফেডারেল চ্যান্সেলারি প্রতিনিধি ঘবাত শোকর, ডিস্ট্রিক্ট কাউন্সিলর মানফ্রেড আন্ডারলে, ইসলামিক ফেডারেশন অস্ট্রিয়ার সভাপতি জনাব মেহমেত আর্সলান, সৌদি সরকার পরিচালিত  ভিয়েনা ইসলামিক সেন্টার এর ডাইরেক্টর ডক্টর মফারেহ, অস্ট্রিয়ার প্রধান মুফতি শেইখ মুস্তাফা মুল্লাওগ্লু, অথরিটির প্রাক্তন সভাপতিবৃন্দ  ডক্টর আনাস শাকফে ও ডক্টর ফুয়াদ সনাক, দূতাবাস, জাতিসংগ ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্টানের কূটনৈতিক এবং উর্ধতন কর্মকর্তাগণ।
এশিয়ান কমিউনিটির গুরুত্বপূর্ণ  ইফতার অনুষ্টানে আরও  উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান,টার্কিশ, বসনিয়ান,আরাবিয়ান,  আলবেনিয়ান, আফ্রিকান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার ও ভারতের মুসলিম কমিউনিটির  নেতৃবৃন্দসহ প্রায় ১৫০ জন।

বাংলাদেশী কমিনিটির পক্ষে উপস্থিত ছিলেন ভিয়েনা মুসলিম সেন্টার ও মাসজিদুল ফালাহর  নেতৃবৃন্দ মাহেরুল হক শামীম, মোরাদুল আলম, হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমদ,  কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম,  ইকবাল মুস্তারী, মাসুদুল আলম , শিফার আহমেদ, আবু সাইয়েদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান শিবলী, মাসুদুর রহমান,  মাসুদ চৌধুরী, সামসুল ইসলাম, দীন ইসলাম প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »