ঝালকাঠিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে অপরাজিতা নারী নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অপরাজিতা নারী নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, উপ-পরিচালক সমাজসেবা সাহপার পারভীন, জেলা মৎস্য অফিসার মোঃ রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম,  জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি রতন কর্মকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভানেত্রী ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অপরাজিতা নেটওয়ার্ক সংক্রান্ত তথ্যাবলি মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন রুপান্তর বরিশালের বিভাগীয় সমন্বয়কারী ঝুমা কর্মকার।

সরকারি প্রতিষ্ঠানের ১২জন অতিথিসহ অপারিজতা নেটওয়ার্কের সদস্যসহ ৪০জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সেবার মান উন্নয়ন ও সেবা গ্রহণে সমস্যাগুলি চিহ্নিত ও উত্তরণের জন্য এই সভার আয়োজন করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »