ভিয়েনায় আন্তঃধর্মীয় ইফতার অনুষ্ঠিত

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অস্ট্রিয়ান  ইসলামিক রিলিজিয়াস অথরিটির (IGGÖ) যৌথ উদ্দ্যোগে ভিয়েনার ‘প্যালেস লোয়ার অস্ট্রিয়াতে’এই রাজকীয় ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৯ মার্চ) অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটির যৌথ উদ্দ্যোগে ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের ঐতিহাসিক রাজপ্রাসাদ “প্যালেস লোয়ার অস্ট্রিয়া” তে মুসলিম ও সকল ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে এক রাজকীয়  আন্তঃধর্মীয় (ইন্টাররিলিজিয়াস) ইফতারের  আয়োজন করা হয়।

এই রাজকীয় ইফতার অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন যথাক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ প্রোটোকল অফিসার সিনিয়র কূটনীতিক
মাক্সিমিলিয়ান হেননিগ ও অস্ট্রিয়ান  রিলিজিয়াস অথরিটি অফিস এর প্রধান এদিনা হুসবিস।

ইফতারের পূর্বে আগত অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত উমিত ভুরাল।

প্রধান আয়োজক হিসাবে পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ তার সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলমান সহ সকল ধর্মের লোকদের সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস,সহনশীলতা,স্বাধীনভাবে ধর্ম পালন নিশ্চিত করা ও  স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে
আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে,গাজায় ফিলিস্তিনের অধিকার অবশ্যই থাকতে হবে।

এই রাজকীয় ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিয়েনার ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল ক্রিস্তফ শোনব্রুর্ন ও ইহুদি ধর্মের প্রধান রাবি শ্লোমো হফমাইস্টার সহ অন্যান্য ধর্মের শীর্ষ নেতৃবৃন্দ।

তাছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ ওআইসি ভুক্ত প্রায় ৪০টি মুসলিম দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিগণ।

এই আন্তঃধর্মীয় (ইন্টাররেলিজিয়াস) ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন-রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ,তার্কিশ, বসনিয়ান, আরাবিয়ান,আলবেনিয়ান,আফ্রিকান ও এশিয়ানদের দশটি ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান গণ।

এই রাজকীয় ইফতার অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »