টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগারপুরে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাহিদ খান ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়র জানান, জাহিদ খান ঝলক তারাবি নামাজ শেষে বাড়ি ফিরতে ছিলেন। পথিমধ্যে, কয়েক জন দূর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, গত কয়েক দিন পূর্বে ঝলকের সাথে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েক জন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস