চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের সংরক্ষিত বনের কাঠ ভাটায় পোড়ানোর দায়ে নীল কমল ইউনিয়নের যমুনা ব্রিকস নামের ভাটা মালিককে ১লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয়েছে সংরক্ষিত বন থেকে আনা ১শ মন কেওড়া কাঠ।
গতকাল মঙ্গলবার চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.সালেক মুহীদ ইট ভাটায় অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন। এসময় সংরক্ষিত বন থেকে আনা ১শ মন কেওড়া কাঠ জব্দ করে বন বিভাগের বাংলা বাজার বিট অফিসে রাখা হয়েছে।
চরফ্যাসন উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জার) মো. ছালাম হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ইট ভাটায় পোড়ানোর জন্য পাশ্ববর্তী লালমহন উপজেলার চর কচুয়া থেকে কেওড়া কাঠ এনে যমুনা ইট ভাটায় স্তুপ করে রাখা হয়েছে গোপন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভাটা মালিক রিয়াজের ১লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১শ মন কেওড়া কাঠ জব্দ করা হয়েছে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস