পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মোটর সাইকলে দূর্ঘটনায় এক মাদরাসা শিক্ষক সহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার পাড়েরহাট পিরোজপুর রাস্তার মল্লিকবাড়ি সংলগ্ন ষ্ট্যান্ড এলাকায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহতরা হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিন মাটিভাঙ্গা মোস্তাজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার ও ঝালকাঠী জেলার
কাঠালিয়া উপজেলার বানাইয়া গ্রমের নূর মোহাম্মাদের ছেলে মাসুম বিল্লাহ (৫০) ও জেলার ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (৩০), জেলার সদর উপজেলার শংকর পাশা ইউনয়িনের বাদুরা গ্রামের সাবের উদ্দিন হাওলাদারের ছেলে মো. নুরুল ইসলাম হাওলাদার (৬৮) আর আহতর হলেন-আরিফ নামের এক পথচারী।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মো. তোতামিয়া হাওলাদার জানান, সকল ৯টার দিকে হাসিব নামের এক যুবক জেলার ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আরিফ নামের আর এক যুবককে নিয়ে মোটর সাইকেলে করে পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাচ্ছিলেন।
এ সময় অপর একটি মোটর সাইকেলে করে জেলার চরখালী এলাকা দিক থেকে পিরাজপুরের দিকে যাচ্ছিলেন মাসরাসা শিক্ষক
মাসুম বিল্লাহ। এ সময় মল্লিক বাড়ি ষ্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে আড়াআড়ি বাবে রাস্তা পাড় হচ্ছিলেন বৃদ্ধ নুরু মিয়া।
এ সময় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুটো মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় মাসুম বিল্লাহ ও হাসিব। আর গুরুতর আহত হন নুরু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ ও হাসিবকে মৃত্যু বলে ঘোষনা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার স্বাগত হালদার বলেন, দুজনকে মৃত্যু অবস্থায় ও গুরুতর আহত
অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জমান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ ওই একই সড়কের ঝাউতলা এলকায় আরেকটি দূর্ঘটনায় বাস, অটো রিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস