লালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 ভোলা দক্ষিণ প্রতিনিধি: “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।

লালমোহন উপজেলা প্রসাশনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ও স্বয়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্প্রচার। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য  নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অবিসংবাদিত নেতা।

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো: ইমরান মাহমুদ ডালিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ, লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »