ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসক চত্ত্বরে বঙ্গবন্ধু মুড়ালে সরকারের পক্ষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম পুষ্পমাল্য অর্পন করেন।
রবিবার সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পনের পরে ধারাবাহিকভাবে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আফরুজুল হক টুটুলসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, পৌরসভা,উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি ও স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশেষ দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিশেষ দোয়া ও মোনাজাত জেলার ৪টি উপজেলায় একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল। জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার ও মুক্তিযোদ্ধা শফিকুল আলম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান এবং শিল্পিদের সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস