ইন্দুরকানীতে ১৭৬ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে এক চাষীর বাগানের ১৭৬টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কেটে ফেলা ওই সব গাছে কলা ধরেছে। ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুস কুদ্দুস হাওলাদার। তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িরচার বারৈখালী গ্রমের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী ওই কৃষক জানান, তিনি তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ৬ কাঠা কৃষি জমিতে সাগর ও সবরি সহ উন্নত জাতের কলা চাষ করছেন। চলতি মৌসুমে ওই সব কলা গাছে কলা ফলেছে। ইতি মধ্যে কিছু কলা বিক্রিও করা হয়েছে। কিন্তু শনিবার (১৬ মার্চ) সকালে পার্শ্ববর্তী এক চাষী ফোনে কলা গাছ কেটে ফেলার খবর জানান। তার ফোন পেয়ে কলা ক্ষেতে গিয়ে দেখি কলা গাছগুলো মাঝ খান থেকে কেটে ফেলা হয়েছে। কলা চাষই তার সারা বছরের আয়ের একমাত্র উৎস। তিনি আরো বলেন, এমন ঘটনা আর যেনো না ঘটে সে জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

ভুক্তভোগী চাষীর ছেলে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গন যোগাযোগ বিভাগের ছাত্র মুনান হাওলাদার জানান, সকালে কলা ক্ষেতে গিয়ে বাবা সকল কলা গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছেন। কলা গাছগুলোর সাথে এমন শত্রুতার বিচার চাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগী কৃষক একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »