স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এবারে চার-ছক্কার লড়াই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়োজক দেশটি। একই দিনে কানাডার সিরিজের সূচিও প্রকাশ করেছে তারা।
আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ২৩ ও ২৫ মে হবে পরের দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভিনু পাসিকে বলেন, গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের কম্বিনেশন ঠিক করতে, দলের সংহতি বাড়ানো ও ফাইন টিউনিংয়ের জন্য অর্থবহ। আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই ম্যাচগুলোর সূচি তৈরিতে সাহায্য করায়।
এদিকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দেশটির কন্ডিশন সম্পর্কে জানতে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই এই ঐতিহাসিক সিরিজ আয়োজনের জন্য ইউএসএসিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বিশ্বকাপ দল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন হাথুরুসিংহে। ডালাসে তাঁবু ফেলবেন কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচ খেলতে। বাংলাদেশের জন্য প্রস্তুতির সিরিজ হলেও যুক্তরাষ্ট্রের জন্য যেটি বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলা। দ্বিপক্ষীয় সিরিজ হওয়ায় যুক্তরাষ্ট্রকেও বিশ্বকাপ পরবর্তী সময়ে আতিথেয়তা দেবে বিসিবি।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। এরমধ্যে দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর নিউইয়র্কে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বাকি দুটি ম্যাচ সেন্ট ভিনসেন্টে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের সূচি
২১ মে, প্রথম টি-টোয়েন্টি
২৩ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
২৫ মে, তৃতীয় টি-টোয়েন্টি
ডেস্ক/ইবিটাইমস/এনএল