জমকালো আয়োজনে জোবানী পের লা উমানিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ইতালি: ইতালিতে ইউরোপের সারা জাগানো ব্যাডমিন্টন টুর্নামেন্ট জোবানী পের লা উমানিতা(GPU) এর আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত।

ইউরোপ থেকে ২০ দলের অংশগ্রহণে করেন। টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ড্রিম ক্যাফেটেরিয়া ভিচেনছা বনাম হবিগঞ্জ একাদশ (সুইডেন)। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে টু স্টার (সুইডেন) বনাম রোমা ব্যাডমিন্টন। সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন সুইডেন থেকে আগত টু স্টার বনাম হবিগঞ্জ একাদশ। ফাইনালে হবিগঞ্জ একাদশ কে হারিয়ে টু স্টার টুর্নামেন্ট  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

অপরদিকে ড্রিম ক্যাফেটেরিয়া বনাম রোমা ব্যাডমিন্টন এর মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। এবং ড্রিম ক্যাফেটেরিয়া জয়ী হয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেন জামাল ও হারস (ভারত)। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন টু স্টার এর মুরাদ ও প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন একই দলের দেলোয়ার। এমাজিং প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ একাদশ সুইডেন এর পরাণ।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান স্পন্সর ছিলেন এমপি হোল্ডিং। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ। বিশেষ করে ভেনিস পৌরসভা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলেচ্ছিয় পুলিন, ক্রিয়া উপদেষ্টা ভেনিস পৌরসভা। আন্না মারিয়া পারিজি টিভি অ্যাডমিনিস্ট্রেটর ও জার্নালিস্ট। স্থপতি আলবেরতো মিজ্জানী প্রেসিডেন্ট ভেনেজিয়া ক্রিকেট এন্ড ব্যাডমিন্টন ক্লাব ২০০৬। মারিয়েল্লা মুলাস্সানো সেক্রেটারি ভেনেজিয়া ক্রিকেট এন্ড ব্যাডমিন্টন ক্লাব ২০০৬, ড. কোনিলিও ফাবরিচ্ছীও প্রেসিডেন্ট পানাথলন ইন্টারন্যাশনাল ক্লাব। ডাক্তার লেরোও কারামিয়া গাইনী বিশেষজ্ঞ মিরানো হসপিটাল। সৈয়দ কামরুল সারোয়ার সভাপতি ভেনিস বাংলা স্কুল। সুলাইমান হোসেন সভাপতি বাংলাদেশ ক্রিয়া সংস্থা ভেনিস। কুদ্দুস চৌধুরী সভাপতি ভেনিস বৃহত্তম কুমিল্লা সমিতি। শহিদুল ইসলাম সভাপতি ভেনিস ভৈরব সমিতি। জাকির হোসেন সুমন সভাপতি ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি। শায়েখ আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী। ইলিয়াস মিয়া বিশিষ্ট ব্যবসায়ী। আব্দুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী। নুরে আলম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ক্রিয়া সংস্থা ভেনিস সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

মোহাম্মাদ উল্লাহ্ সোহেল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »