সৌদি আরবের সুপ্রিম কোর্ট রবিবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার জন্য সারা দেশের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৮ মার্চ) সৌদি আরবের জনপ্রিয় ইংরেজি দৈনিক সৌদি গেজেট (Saudi Gazette) তাদের অনলাইন প্রকাশনায় সুপ্রিম কোর্টের এই বিজ্ঞপ্তি জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়,সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে রবিবার ২৯ শাবান ১৪৪৫ হিজরি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখায় অংশ নেওয়ার জন্য সারা দেশের মুসলমানদেরকে আহ্বান জানিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে,রমাদান মাসের শুরুটি সঠিকভাবে নির্ধারণ করার প্রয়াসে, সুপ্রিম কোর্ট যারা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখতে সক্ষম হবে খালি চোখে বা দূরবীন ব্যবহার করে,তারা যেন দ্রুত স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,যদি কেহ সৌদি ভূখণ্ডে চাঁদ দেখেন, তাহলে তাদেরকে নিকটতম আদালতে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। যেখানে তারা আনুষ্ঠানিকভাবে তাদের সাক্ষ্য রেকর্ড করতে পারেন। বিকল্পভাবে, তারা নিকটতম কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারে, যা তাদের দেখা নথিভুক্ত করতে নিকটতম আদালতে পৌঁছাতে সহায়তা করবে।
চাঁদ দেখার এই অভ্যাসটি ইসলামী বিশ্বাসের একটি ঐতিহ্যগত এবং অপরিহার্য দিক, কারণ এটি রমজানের সূচনা নির্ধারণ করে, উপাসনার জন্য উৎসর্গ করা একটি মাস, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস এবং ইবাদতের মাস।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের (UAE) জনপ্রিয় ইংরেজী দৈনিক খালিজ টাইমস জানিয়েছে,সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় রমজানের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার প্রত্যাশিত তারিখ হিসাবে ঘোষণা করেছে।
খালিজ টাইমস আরও জানায়,আরব জ্যোর্তিবিদরা চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে বলছেন,রবিবার (১০ মার্চ) চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আগামী সোমবার (১১ মার্চ) খালি চোখেই রমজান মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী ১২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের পরিচালক খাদিজাহ আহমেদ সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বলেছেন, জ্যোতির্বিদ্যা ম্যাপ অনুযায়ী, ১১ মার্চ অনেক অঞ্চলে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। যার অর্থ— ১২ মার্চ রমজান শুরু হবে। ম্যাপের বেশিরভাগ অংশে সবুজ রঙ দেখা গেছে। যার অর্থ খালি চোখে ওই সময় চাঁদ দেখা যাবে।
তিনি আরও বলেন, অর্ধচন্দ্র দেখার মাধ্যমে মূলত ইসলামিক মাস শুরু হয়। একইভাবে নতুন চাঁদ দেখার মাধ্যমে মাসও শেষ হয়। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ বলছে, এবার রমজান মাস ৩০ দিনের হবে।
এ বছর পবিত্র রমজানে মসজিদের মধ্যে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস