পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, দেশের গনতন্ত্র পুন:রুদ্ধার ও সাধারন মানুষের জীবনের নিরাপত্তা সহ ভাতের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগনের সরকার কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সকলকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরন রাজপথে থাকতে হবে। মানুষ হিসাবে জন্মের পর একদিন মৃত্যু যখন নিশ্চিত হবেই তখন সে মৃত্যু হোক জনগনের অধিকার আদায়ে। জনগনের অধিকার আদায়ের সংগ্রামে মৃত্যু হলে সে মৃত্যুতে হবে শহীদের মর্যদা।
শুক্রবার (০৮ মার্চ) বিকালে জেলার নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক ছোট্ট হত্যার ৮ বছরে তার নির্মম হত্যার বিচার এখানো না পেয়ে হত্যার বিচার চেয়ে শপথ নেন দলীয় নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসন আমলে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের হত্যা সহ এবং নাজিরপুরে মৃত্যু বিএনপি নেতাদের দোয়ার জন্য অনুষ্ঠিত ওই আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপির সদস্য সচীব মো. আবু হাসান খান প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ৮ মার্চ রাতে উপজেলার শেখমাটিয়া ইউপির নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় ও জমি নিয়ে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মো. শামসুল হক ছোট্টকে স্থানীয় রঘুাথপুরের স্কুল সংলগ্ন ফাঁকা রাস্তারা পাশে ফেলে প্রতিপক্ষ নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস