ভিয়েনায় ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের একটি ইন্ডোর হলে প্রথমবারের মতো এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২১ জানুয়ারি) ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (BCCA) ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ড্র অনুষ্ঠিত হয়।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলকে লটারির মাধ্যমে দুই ভাগে বিভক্ত করে গ্রুপ A ও গ্রুপ B নাম দেওয়া হয়েছে।

Group A

A1 সিলেট
A2 কুমিল্লা
A3 লাল সবুজ
A4 বিক্রমপুর

Group B

B1 প্রজন্ম
B2 আবাহনী
B3 বিডি ওয়ারিয়র্স
B4 বিডিএসএফ

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (BCCA) উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে টেনিস বলের মাধ্যমে।

টুর্নামেন্টে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রত্যেক দলে ৭ জন খেলোয়াড় এবং ২ জন অতিরিক্ত মোট ৯ জন খেলোয়াড় থাকবে। টুর্নামেন্টের এন্টি ফি প্রতি দলের জন্য €১৭১ ইউরো।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (BCCA) তাদের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে জানায়, “অমর একুশে কাপ ২০২৪”- সামনে রেখে BCCA- এর নেতৃবৃন্দ ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন।

ভিয়েনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টকে সফল করতে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়াকে সর্বাত্মক
সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »