ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে জেলা প্রশাসকের পক্ষে এনডিসি মহিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল হাই নিজামী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মুফতী এ. এস এম মাছুম বিল্লাহ ও সিনিয়র শিক্ষক আফজাল হোসেন বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাত শেষে বার্ষিক মিলাদ উপলক্ষ্যে হামদ, নাত, ক্বিরাত, রচনা ইত্যাদি প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও ছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস