ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজঁমক পিঠা উৎসব অনুষ্ঠিত

বছরের প্রথম দিন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের বার্ষিক শীতকালীন পিঠা উৎসব ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান অত্যন্ত জাঁকজঁমকের সাথে সম্পন্ন করেছে

ভিয়েনা ডেস্কঃ সোমবার (১ জানুয়ারী) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের তুর্কী আনাদোলু মসজিদের বিশাল অডিটোরিয়াম হলে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি বিপুল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই আকর্ষণীয় অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।

সমিতির সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তাদেরকে বিশেষভাবে সহায়তা করেন সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী,কোষাধক্ষ্য তাহের সরকার ও সাবেক সভাপতি মামুন হাসান প্রমুখ।

বেলা দুইটা থেকে রাত নয়টা থেকে পর্যন্ত অনুষ্ঠিত এই জাঁকজঁমক ফ্যামিলি গেট টুগেদার ও বার্ষিক শীতকালীন পিঠা উৎসবে অস্ট্রিয়ায় বসবাসকারী কুমিল্লাবাসী ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েকটি শুভাকান্খি পরিবার উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের অন্যতম ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চীফ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সুদক্ষ কুকশেফ খ্যাত সমিতির অন্যতম সদস্য দুলাল মিয়ার সুস্বাদু বিরিয়ানী পরিবেশন করা হয়। নববর্ষের ছুটির দিন সমিতির বিভিন্ন পরিবার একত্রিত হয়ে বিভিন্ন খোশগল্পে মেতে উঠে। অনেককেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করতে দেখা গেছে। বিশাল অডিটোরিয়াম হলে বাচ্চাদের সারাক্ষণ দৌড়াদৌড়ি করে খেলতে দেখা গেছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যায় সমিতির প্রায় ২০টি পরিবারের মহিলা সদস্যরা ৩৪ প্রকারের কুমিল্লার বিভিন্ন এলাকার শীতকালীন পিঠা ও মিষ্টি খাবার
পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে অনেক তৃপ্তি সহকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই পিঠা খেয়ে অনেক প্রশংসা করেন।

পিঠা অনুষ্ঠানের সময় সকলে পিঠা নিয়ে ফটো সেশন করেন। পিঠা অনুষ্ঠানের পর পরই উপস্থিত ছোট বাচ্চাদের খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের সহ অন্যান্য শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যের উপস্থিতিতে তাদের নতুন বছরের প্রথম মাসিক সভা সম্পন্ন করেন।

এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় বর্তমানে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ছয় হাজার (৬,০০০)। এর মধ্যে কুমিল্লা থেকে আগত প্রবাসীদের সংখ্যা প্রায়
চার শতাধিকের ওপরে। অস্ট্রিয়ায় বসবাসকারী বাংলাদেশীদের সিংহভাগই রাজধানী ভিয়েনায় বসবাস করেন।

পরিশেষে রাত নয়টার কিছু পূর্বে সমিতির সভাপতি কবির আহমেদ এক সংক্ষিপ্ত বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিতি হয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলায় সমিতির সকল সন্মানিত সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »