ভিয়েনায় ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি চলছে

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (BCCA ) উদ্যোগে ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর প্রস্তুতি বেশ জোড়েসোড়ে চলছে তবে এখনও টুর্নামেন্টের নাম ঠিক হয়নি

ভিয়েনা ডেস্কঃ বুধবার(২৭ ডিসেম্বর) বাংলাদেশ অস্ট্রিয়া ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (BCCA) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১০ই ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। টুর্নামেন্টেটি ভিয়েনার স্থানীয় একটি বড় হলে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার এই ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্টের আহবায়কের দায়িত্ব পালন করছেন মোঃ শামীম এবং শরিফ খান (আরিফ)। আর আহবায়ক দ্বয়ের সহযোগী হিসাবে নিয়োগ সহযোগী পেয়েছেন ইমন এবং রাকিব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,ভাষার মাস ফেব্রুয়ারিতে খেলা হবে বলে মহান একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে (২১ সংখ্যাকে অগ্রাধিকার দিয়ে) টুর্নামেন্টের
যাবতীয় নিয়ম প্রণয়ন করা হয়েছে।

উদাহরণস্বরূপ খেলা হবে,


২১+৩= ২৪ বলের
২১÷৩= ৭ জন খেলোয়াড়(প্রতি দলে)
২১÷৭= ৩ টি টেনিস বল (প্রতি খেলায়)
২১+১৫০=১৭১€ (এন্ট্রি ফি)

■ তাছাড়াও অন্যান্য নিয়ম-কানুন পরবর্তীতে জানানো হবে।

■ যেহেতু ক্রিকেট খেলা কিছুটা সময়ের ব্যাপার তাই চাইলেও বেশি দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া সম্ভব হবে না তাই অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলোকে অতিসত্বর নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগের অনুরোধ রইল। খেলতে ইচ্ছুক দলগুলোর মেসেজ পেলে ক্লাব কর্তৃপক্ষ তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে !!

বাংলাদেশ ক্রিকেট ক্লাব এর হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগের নাম্বার: 0676 – 3792277

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »