
তীব্র ঝড়ে অস্ট্রিয়ার সালজবুর্গ ও স্টায়ারমার্ক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি
তীব্র ঝড়ের কারণে রাজ্য দুইটিতে যানবাহন চলাচলে ব্যাঘাত,দুর্ঘটনা, রাস্তা বন্ধ ও তীব্র যানজটে পড়তে হয়েছে ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২২ ডিসেম্বর) আবহাওয়া বিষয়ক অধিদপ্তর জিওস্ফিয়ার অস্ট্রিয়া জানায়,সকাল থেকে জার্মানির সংলগ্ন পশ্চিমের রাজ্য সালজবুর্গ (Salzburg)ও দক্ষিণের রাজ্য স্টায়ারমার্কের (Steiermark) ওপর দিয়ে একটি তীব্র ঝড় প্রবাহিত হচ্ছে। এই ঝড়ের প্রভাবে রাজধানী ভিয়েনাতেও থেমে থেমে ধমকা হাওয়া বইছে। তাছাড়াও…