টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর ও ভূঞাপুর উপজেলায় অবরোধের সমর্থনে সন্ধ্যায় ঝটিকা মশাল মিছিল বের করে বিএনপি। রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম ও সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়। শহরের টাঙ্গাইল প্লাজার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি এসআর খান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল, সদর থানা ও শহর ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে ভুঞাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামানের নেতৃত্বে অবরোধের সমর্থনে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি ভূঞাপুর প্রেসক্লাব সামনে এলে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের মাঝে মশাল রেখে দ্রুত স্থান ত্যাগ করে। যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী জেলায় টহল জোরদার করেছে।
শফিকুজ্জামান /ইবিটাইমস /টাঙ্গাইল