ভিয়েনা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক গ্রীসের ক্রিট (Crete) দ্বীপে গুলিবর্ষণে দুজন নিহত, বেশ কয়েকজন আহত হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন লালমোহনে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লালমোহন হাসপাতালে নিয়োগই ছিলো না, তবুও একাধিক দায়িত্ব পালন করতেন মিজান হারামজাদা সাংবাদিক আছে না গেছে; বললেন আনসার কর্মকর্তা খুশি খাতুন সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঝিনাইদহে জামায়াত কার্যালয় থেকে সরকারি সার-বীজ উদ্ধার পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসলে গ্রহণযোগ্য নির্বাচনের স্বাদ নিতে পারতেন-নির্বাচন কমিশনার আহসান হাবিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ১২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠিতে নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা সংশ্লিষ্টদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ)।

শনিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠিসহ, বরগুনা ও পিরোজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার ও বিজিপি, র‍্যাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি মাঠ পর্যায়ের নির্বাচন সুষ্ঠ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব পালনের বিষয় স্মরণ করে দেন। তাদের উপর অর্পিত দায়িত্ব রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে শতভাগ নিরপেক্ষতার সাথে পালন করার নির্দেশ প্রদান করেন। নির্বাচন কমিশনের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে ব্যপারেও পরামর্শ দেন।

সভায় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মোঃ আঃ সালাম, পিরোজপুরের পুলিশ সুপার আ. ব. দু. স সালাম, র‍্যাব বরিশালের অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীর আলম এবং বিজিপি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল করিম এবং বরিশালের আ লিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে কমিশনের জোর করে কাউকে নির্বাচনে আনার এখতিয়ার নাই। তবে বিএনপির এই নির্বাচনে আসা উচিৎ এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও গ্রহণযোগ্য নির্বাচনের স্বাদ উপভোগ করার সুযোগ রয়েছে। তিনি অন্য এক প্রশ্নের জবাবে বলেন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে কেউ বঁাধা দিলে তাকে জেলে প্রদান করা হবে। নির্বাচনে গুজব বা অপপ্রচার এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেয়া হবে। যারা পেশী শক্তি অর্থ শক্তি ও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বাধন রায়/ইবিটাইমস 

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসলে গ্রহণযোগ্য নির্বাচনের স্বাদ নিতে পারতেন-নির্বাচন কমিশনার আহসান হাবিব

আপডেটের সময় ০৯:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ঝালকাঠি প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠিতে নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা সংশ্লিষ্টদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ)।

শনিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠিসহ, বরগুনা ও পিরোজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার ও বিজিপি, র‍্যাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি মাঠ পর্যায়ের নির্বাচন সুষ্ঠ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব পালনের বিষয় স্মরণ করে দেন। তাদের উপর অর্পিত দায়িত্ব রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে শতভাগ নিরপেক্ষতার সাথে পালন করার নির্দেশ প্রদান করেন। নির্বাচন কমিশনের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে ব্যপারেও পরামর্শ দেন।

সভায় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ পারভেজ হাসান, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মোঃ আঃ সালাম, পিরোজপুরের পুলিশ সুপার আ. ব. দু. স সালাম, র‍্যাব বরিশালের অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীর আলম এবং বিজিপি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল করিম এবং বরিশালের আ লিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে কমিশনের জোর করে কাউকে নির্বাচনে আনার এখতিয়ার নাই। তবে বিএনপির এই নির্বাচনে আসা উচিৎ এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও গ্রহণযোগ্য নির্বাচনের স্বাদ উপভোগ করার সুযোগ রয়েছে। তিনি অন্য এক প্রশ্নের জবাবে বলেন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে কেউ বঁাধা দিলে তাকে জেলে প্রদান করা হবে। নির্বাচনে গুজব বা অপপ্রচার এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেয়া হবে। যারা পেশী শক্তি অর্থ শক্তি ও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বাধন রায়/ইবিটাইমস