টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ডাকা অবরোধের ৬ষ্ঠ দফার ১ম দিনে টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির নেতৃত্বে মিছিল করেছে শহর ও সদর বিএনপির নেতাকর্মীরা।
আজ সন্ধ্যার পর টাঙ্গাইলের বড় কালিবাড়ি রোডে এ মিছিল করে বিএনপি সহ অন্য অঙ্গ সংগঠন।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল বলেন,টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির সহযোগিতায় এ মিছিল করি। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার জন্য সকল প্রকার আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বলেন, এরকম ঘটনার কোন সংবাদ এখনো পাইনি। তবে আইন বহির্ভূত এ ধরনের কোন ঘটনা থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস