ভোলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৩৩ প্রার্থী

ভোলা প্রতিনিধি: ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থী। এরমধ্যে ভোলা-১ আসন থেকে ৪ জন, ভোলা-২ আসন থেকে ১০ জন, ভোলা-৩ আসন থেকে ১৪ জন এবং ভোলা-৪ আসন থেকে ৫ জন।

সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয় থেকে এসব মনোনয়ন বিক্রি হয়েছে বলে জানা গেছে। দলীয় কার্যালয়ে নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে।মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে রয়েছে একাধিক নতুন মুখ, কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য।

এছাড়াও একই আসন থেকে মনোনয়ন কিনেছেন স্বামী-স্ত্রী ও বাবা-ছেলে । তবে মনোনয়ন দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্যরা।
দ্বীপের রাজনীতিতে শেষ পর্যন্ত কার ভাগ্যে দলীয় মনোনয়ন জুটবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। চায়ের কাপে এখন চলছ সেই আলোচনা। মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। বর্তমার সংসদ সদস্যরা কি তাদের আসন ধরে রাখতে পারবেন নাকি নতুন মুখ আসবে তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

সুত্র জানায়, ভোলা-১ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান সংসদ সদস্য  তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও  কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন।

ভোলা-২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও তার ছেলে আফতাব ইউসুফ রাজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, খায়রুল আলম চৌধূরী, মাহাবুবুর রহমান হিরন, আবদুল কাদের খান,  মাকসুদ আলম ও ওমর শরীফ।

ভোলা-৩ আসন থেকে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছে বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার সহধর্মীনি ফারজানা চৌধূরী। এছাড়াও সাবেক সংসদ সসদস্য মেজর (অবঃ) জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার  আবু নোমান হাওলাদার, মোশারেফ হোসেন দুলাল, হোসেন হাওলাদার,ফখরুল আলম, একেএম হেদায়েতুল ইসলাম, হেদায়েতুল ইসলাম মিন্টু, এমএ কাসেম, কামরুজ্জামান শাহীন, মোঃ রাকিব, ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী ও মনির উদ্দিন।

ভোলা-৪ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সচিব মেজবাহ উদ্দিন, মফিজুল ইসলাম, আ,ক,ম জামাল উদ্দিন ও  মোস্তাফিজুর রহমান।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »