টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সরকারের উন্নয়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আয়োজনে নাগরপুর উপজেলার ব্যারিস্টার রাকিবের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন,শেখ হাসিনা সরকারের সময়ে যে পরিমানে উন্নয়ন হয়েছে তা অন্য সরকারের সময় হয়নি। এই সরকারের সময়ে বড় বড় মেগা প্রকল্প হয়েছে। তাই পূণরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া অন্য কোন উপায় নেই।
উন্নয়ন সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ সভাপতি,মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কুদরত আলী প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস