জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আস‌নে প্রার্থী দেয়ার ঘোষণা বঙ্গবী‌রকাদের সিদ্দিকীর

টাঙ্গাইল প্রতিনিধিঃ তিনশ আস‌নেই নির্বাচন কর‌বে কৃষক শ্রমিক জনতালীগ। তিনশ আস‌নে পু‌রোপু‌রি প্রার্থী নাও দি‌তে পা‌রি আমা‌দের এতো প্রস্তু‌তি ‌নেই এতো বড় দল‌ও আমরা না। ত‌বে অসংখ‌্য আস‌নে প্রার্থী দেয়া হ‌বে এবং অন‌্যদ‌লের লোকজন‌কেও আমা‌দের গামছা উপহার দি‌বো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শুক্রবার (১৭ ন‌ভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে মাজা‌রে পুষ্পস্তবক অর্পন ও ভাসানী হুজুরের মাগফিরাত কামনা করে মোনাজা শে‌ষে তি‌নি সাংবাদিকদের এসব কথা বলেছেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী ব‌লেন, নির্বাচন হয় প্রতিদ্ব‌ন্দ্বিতামূলক। আওয়ামী লী‌গের সা‌থে জোট কর‌লে নির্বাচন কর‌বো কার সা‌থে। বিএন‌পি নির্বাচ‌নে নাই, জাতীয় পা‌র্টিও টানাটা‌নি কর‌ছে। আমরা আওয়ামী লী‌গের সা‌থে য‌দি জোট ক‌রি মানুষ ভোট দি‌বে কা‌কে। মানু‌ষের ভোট দেয়ার জায়গা থাক‌বে না।
তি‌নি ব‌লেন, আমরা আমে‌রিকায় বসবাস ক‌রি না। আমরা বাংলা‌দে‌শে বাস ক‌রি। আমে‌রিকা স‌্যাংশন দি‌বে এই ভ‌য়ে আমরা বি‌য়ে করবো না বউ তালাক দি‌বো, মে‌য়ের বি‌য়ে হ‌বে না ছে‌লের বি‌য়ে হ‌বে এটা চিন্তা ভাবনা করা উচিৎ না। আমেরিকার রাষ্ট্রদুত পিটার হাস এর বাংলাদেশের ইলেকশান নিয়ে এতা দৌড়াদৌড়ি ভালোনা। এটা তার দেশ না এটা আমা‌দের দেশ। তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়েছেন, দেশে কি আর কোন দল নাই? আর কি কোন মানুষ নাই? তিনি তিসটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন। এটি তিনি গর্হিত কাজ করেছেন, তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছে। এজন্য তাকে স্যাংশান দেয়া যেতে পারে এবং আইনের আওতায় আনা যেতে পারে।
‌তি‌নি আরো ব‌লেন, বিএনপিতে মুসলমান আছে কিনা জানি না। বিএন‌পি ভো‌টে দাড়া‌লেও আমে‌রিকার সমর্থন নেয়া বি‌এন‌পি‌কে মুসলমানরা ভোট দেয়া উচিত না।
তি‌নি ব‌লেন, দেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এতে অনেকেই খুশি না,আমিও না। কিন্তু তারপরেও বলবো একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ সুষ্ঠ নিরেপেক্ষ নির্বাচন দরকার।  এখন সরকার হচ্ছে নির্বাচন কমিশন তাদেরও যেনো বধোদয় হয় তারা যেনো প্রভাবমুক্ত নির্বাচন হয়। যদি গত নির্বাচনের মতো নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্থ হবে।
এসময় কৃষক শ্রমীক জনতালীগের জেলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »