বিশেষ প্রতিনিধি, ইতালি: ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালীকে ১১ নভেম্বর সম্মেলনে বিল্লাল হোসেন ঢালীকে সভাপতি হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে সমর্থন গন আলোচনা সভার আয়োজন করেন।
১৪ই অক্টোবর শনিবার ঢাকা বিরিয়ানি হাউজ হল রুমে শতাধিক সমর্থক একত্রিত হন আলোচনা সভায় বক্তারা বলেন দলের দুঃসময়ে বিল্লাল হোসেন ঢালী দলের হাল ধরেন এখন তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। আমরা বিল্লাল হোসেন ঢালির সঙ্গে আছি এবং আগামী ১১ ই নভেম্বর বিল্লাল হোসেন ঢালীকে সভাপতি নির্বাচিত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো । দলের দুঃসময়ে অনেক নেতা লন্ডনে চলে গেছেন এখন আবার সুসময় চলে এসেছেন। ভেনিস আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মেনে নিবে না।
সভায় বক্তব্য রাখেন আলি চৌকিদার, ডালিম মাহমুদ, হাকিম লাকুরিয়া, নজরুল লাকুরিয়া, মাসুম খালাসী, কালাম খালাসী, রাসেল বেপারী, আলাউদ্দিন শেখ, মিয়া রান,আরো অনেকে।
পরিশেষে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে কাজ করতে হবে, এবং ১১ ই নভেম্বর ভেনিস আওয়ামী লীগের সম্মেলনে বিল্লাল হোসেন ঢালীকে সভাপতি করার লক্ষ্যে আমরা রাজপথে থাকবো এবং সভাপতি করে ঘরে ফিরবো।
মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস