পিরোজপুর প্রতিনিধি: সারা দেশে বিএনপি জামায়াতের অব্যাহত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুুপুরে উপেজলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি উপজেলার হাসপাতালের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, সাধারন সম্পাদক শেখ মো. আল আমীন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে বিএনপি-জামায়াত সন্ত্রাস-নৈরাজ্যের সৃষ্টি করতে চাচ্ছে। তারা বাঁকা পথে ক্ষমতায় আসতে এ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস