ঝালকাঠি প্রতিনিধিঃ সমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বর থেকে এ উপলক্ষ্যে বর্নাট্য র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা পরিষদ সচিব মোঃ মহিনউদ্দিন, প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্না ও ঝালকাঠি ফায়ার সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বক্তব্য রাখেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমি কম্পনকালীন মানুষদের উদ্ধার, অগ্নি নির্বাপন, আগুনে আটকা পড়া লোকজনদের উদ্ধারের কৌশল, এবং ঘর বসতবাড়িতে সিলিন্ডারের গ্যাসসহ বিভিন্ন অগ্নিকান্ডের সুত্রপাতকালীন সহজেই তা নিয়ন্ত্রণ করার কলা কৌশল মহরার মাধ্যমে প্রদর্শণ করেন।
বাধন রায়/ইবিটাইমস