বঙ্গবন্ধু ছিলেন অসম্প্রদায়িক চেতার মহামানব -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,‘বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদিয়ক চেতনার মহামানব। তাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার পান। কিন্তু বিএনপি-জামায়াত দেশের শাসন ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের কোন নিরাপত্তা থাকে না। গত বিএনপির আমলে এ দেশের অনেক মা-বোনকে তাদের ভাই কিংবা পিতা-মাতার সামনেই ধর্ষন করেছেন ওই সময়ের শাসকদলের নেতা-কর্মীরা। এদেশের স্বাধীনতা যুদ্ধে সে দিন বঙ্গবন্ধুর নেতৃত্বে অনেক হিন্দুরা ঝাপিয়ে পড়েছিলেন। আমাদের দেশটি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু-মুসলিত কোন ভোদাবেদ নাই। এ সম্প্রীতি রক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে হবে। শেখ হাসিনা শাসনামলে দেশের যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয় নি। করনার কালে পৃথিবীর সকল উন্নত দেশের উন্নয়নমূলক কাজ থেমে গেলেও বাংলাদেশের উন্নয়ন থেমে থাকে নি।

রবিবার (০৮ অক্টোবর) সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী মতুয়া মহাসমাবেশ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

ওই দিন বিকালে নাজিরপুর উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার নারী-পুরষের অংশ গ্রহনে উপজেলার শ্রীরামকাঠীর উত্তমনগর মঠের প্রতিষ্ঠাতা শ্রীকুমার আচার্য্য’র সভাপতিত্বে ও বাংলাদেশ মতুয়া মহা সংঘের উপজেলা সভাপতি মাস্টার প্রশান্ত কুমার হালদারের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের কার্যকরি সভাপতি ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মহা মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর।

বক্তব্য রাখেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের মহা সচিব সাগর সাধু ঠাকুর, সংগঠনের বানরিপাড়া সভাপতি প্রফুল্ল পাগল, প্রনব মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গীতাত্মানন্দজী মহারাজ, বাংলাদেশ অশি^নী সেবাশ্রমের শ্রীপাঠ গঙ্গাচন্নার সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল, কোদালিয়ার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরুচাঁদ আশ্রম অধ্যক্ষ মতুয়া ভরত চন্দ্র সিকদার প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »