মোট আটটি দল A ও B নামে দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবে
স্পোর্টস ডেস্ক, ভিয়েনাঃ রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহকে A ও B এই দুই নামে বিভক্ত করে লটারির মাধ্যমে গ্রুপিং ও খেলার ফিকচার তৈরি করা হয়েছে।
এই ড্র ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল সমূহের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার আহ্বায়ক ফরিদউদ্দিন টিপুর
সঞ্চালনোয় এই ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
BFCA এর আহ্বায়ক ফরিদ উদ্দিন টিপু ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধির সাথে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন,শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর যিনি আমাদেরকে BFCA আয়োজিত প্রথম আলোচনা সভা সুন্দর ভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন ।
BFCA Football Tournament 2023 এর প্রথম আয়োজিত আলোচনা সভায় আমরা খেলার কিছু নিয়মাবলী লিপিবদ্ধ করেছি এবং সকল টিমের মতামত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দুইটি গ্রুপ করে খেলার ফিকচার তৈরি করেছি।
ড্র ও আলোচনা সভায় যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে BFCA এর ফরিদউদ্দিন আহমদ (টিপু) ও জহিরুল ইসলাম মালেক। অস্ট্রিয়া কুমিল্লা সমিতি থেকে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শরীফ ও সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন উপস্থিত ছিলেন।
আরও বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম জালালাবাদ সমিতির ওসিওর রহমান,এফসি পদ্মা রেন্জার্সএর আসাদ রাজ্জাক, এফসি এলিজেন্ট এর রেজা, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি নয়ন হোসেন। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
BFCA এর আহ্বায়ক ফরিদ উদ্দিন টিপু আরও জানান,মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি এই টুর্নামেনটে অংশ করছে না। তথাপি ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের মাঝে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে সমিতির পক্ষ থেকে পরামর্শ ও আর্থিক সহযোগিতা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই ভাবে কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক সমিতি ও প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এগিয়ে আসলে নতুন প্রজন্মের তরুণদের নিয়ে অনেক ভাল ফুটবল টিম তৈরি করা সম্ভব যা এদেশের মাটিতে ভাল করবে এবং বাংলাদেশের ফুটবল টিমে অংশ গ্রহন করতে পারবে ।
গ্রুপ A: এফ সি পদ্মা রেঞ্জার্স, এফ সি এলিজেন্ট, মোহামেডান এসসি, এফ সি রয়েল টাইগার্স
গ্রুপ B: টাওয়ার ২০, অস্ট্রিয়া কুমিল্লা সমিতি, জালালাবাদ সমিতি, এফ সি ইউনিক
খেলার ফিকচার: গ্রুপ A: এফ সি রয়েল টাইগার্স বনাম এফ সি পদ্মা রেঞ্জার্স, এফ সি এলিজেন্ট বনাম মোহামেডান, এফ সি রয়েল টাইগার্স বনাম মোহামেডান, এফ সি পদ্মা রেঞ্জার্স বনাম এফ সি এলিজেন্ট, এফ সি পদ্মা রেঞ্জার্স বনাম মোহামেডান, এফ সি রয়েল টাইগার্স বনাম এফ সি এলিজেন্ট
গ্রুপ B: টাওয়ার ২০ বনাম জালালাবাদ সমিতি, অস্ট্রিয়া কুমিল্লা সমিতি বনাম এফ সি ইউনিক, টাওয়ার ২০ বনাম এফ সি ইউনিক, জালালাবাদ সমিতি বনাম অস্ট্রিয়া কুমিল্লা সমিতি, জালালাবাদ সমিতি বনাম এফ সি ইউনিক, টাওয়ার ২০ বনাম অস্ট্রিয়া কুমিল্লা সমিতি
কবির আহমেদ/ইবিটাইমস