ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর হাসপাতালে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ওয়ার্ডে মঙ্গলবার চিকিৎসাধীন কোন ডেঙ্গু রোগী ছিলো না। ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ছন্দপতন ঘটছে। কখনো হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যায় এবং আবার কখনো তা শূন্যের কোঠায় নেমে আসে।
ঝালকাঠি জেলা সিভিল সার্জনের অফিস সূত্র অনুযায়ী এ পর্যন্ত জেলা সদরসহ ৪টি উপজেলায় ৪২৭জন রোগী ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৩৯৭জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন এবং অন্যরা পারিবারিক পর্যায়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় মাত্র ২জন রোগী নলছিটি ও রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ২২২, নলছিটি ৪৮, রাজাপুরে ১১৫ ও কাঠালিয়ায় ৪২ জন রোগী ছিল। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় চিকিৎসকদের পর্যবেক্ষন অনুযায়ী জেলায় এ পর্যন্ত যেসকল রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে তার মধ্যে সিংহভাগ রোগী ঢাকা থেকে সংক্রমিত হয়ে এলাকায় এসে হাসপাতালে ভর্তি হয়েছে। ঝালকাঠি জেলায় সাধারণত ডেঙ্গু রোগের সংক্রমন ছিটেফোটা।
বাধন রায়/ইবিটাইমস